কোচবিহার

আলাদা রাজ্যের দাবিতে পাহাড়ের গোর্খার সাথে হাত মেলাল কোচবিহার গ্রেটার

ফের আলাদা রাজ্যের দাবি। পাহাড়ের গোর্খার সাথে হাত মেলাল কোচবিহার গ্রেটার। সাথে আছে আদিবাসীরাও। গড়ে উঠেছে যৌথ মঞ্চ। গোর্খা আদিবাসী রাজবংশী ইউনাইটেড ফর্ন্ট।

    ১২ সেপ্টেম্বর সরকারি আধিকারিক নিয়োগ হয়েছিল কোচবিহারে। তাই প্রতিবছর এই দিন উদযাপন করে কোচবিহার গ্রেটার সংগঠন। যৌথ মঞ্চের প্রথম কর্মসূচী ছিল বুধবার। আর এই উপলক্ষে এদিন কোচবিহারের রবীন্দ্রভবনে যৌথ মঞ্চের প্রথম সভাতে উত্তরবঙ্গের ভিন্ন জন জাতির মানুষ এক ছাতার নিচে আসেন। তাদের নিজস্ব সংস্কৃতি তুলে ধরা হয় এদিন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আলাদা রাজ্যের আন্দোলন ভেস্তে দিতে পাহাড় ও সমতলে একাধিক কমিটি তৈরি করে উন্নয়নের বার্তা দিয়েছেন। তবে বাস্তবে এই সমস্যা যে মেটেনি তা স্পষ্ট করে দিল ইউনাইটেড ফ্রন্টের এদিনের সভা।

    এই উপলক্ষে উপস্থিত যৌথ ফ্রন্টের সদস্যরা জানান, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির কাছেও পাঠানো হবে স্মারকলিপি। মুলত রাজ্য সরকারকে চাপে ফেলতেই উত্তরবঙ্গের গোর্খা, আদবাসী ও গ্রেটাররা যৌথ মঞ্চ গড়ে ঐক্যবদ্ধ হচ্ছে। উত্তরবঙ্গ সহ নিম্ন আসাম জুড়ে এই আলাদা রাজ্যের সীমানা বলেই দাবি গোর্খা আদিবাসী রাজবংশী ইউনাইটেড ফর্ন্টের।